জামালপুরে জান্নাতুন নূর মাদ্রাসার পুরস্কার বিতরণ


বিল্লাল হোসাইন, জামালপুর : প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ৯:০৭ পূর্বাহ্ণ /
জামালপুরে জান্নাতুন নূর মাদ্রাসার পুরস্কার বিতরণ
জামালপুরে জান্নাতুন নূর মাদ্রাসার পুরস্কার বিতরণ

বিল্লাল হোসাইন, জামালপুর:
জামালপুরে জান্নাতুন নূর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২০২৩-২৪ সালের বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (০১) জুন দুপুরে সদর উপজেলা পরিষদের আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর রেলওয়ে স্টেশন বাজার নুরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মাহবুবুল হক শাহিন (দাঃবাঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জামালপুর ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।

জান্নাতুন নূর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাও. পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন নূরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখার জিম্মাদার মাওলানা সেলিম।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা, প্রজন্ম গনিত একাডেমির পরিচালক মো: লিটন মিয়া সহ আরও অনেকে।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কৃতকার্য সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
জানা যায়, নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধীনে তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশের ভিতরে ১০ম, ১১তম, ১৪তম স্থান অধিকার করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ এর অধীনে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে অত্র প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এদের মাঝে ১০জন ট্যালেন্টপুল ও ২১ জন সাধারণ গ্রেড পেয়েছে।