
জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১মে) বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর শহর বিএনপি।
জামালপুর শহর বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
এতে আরও বক্তব্য জেলা বিএনপির সহ- সভাপতি এডভোকেট ফজলুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি , সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজীব, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মমিন, মাইন উদ্দিন বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।