জামালপুর প্রতিনিধি:
জামালপুরের চাঞ্চল্যকর ডিস (ক্যাবল) বিলকে কেন্দ্র করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সৌরভ হোসেন (২১)কে পাশের শেরপুর জেলার সদর হতে আজ ভোররাতে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
রবিবার বেলা ১টা ৩০মিনিটে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন টাকিমারী চর এলাকা হতে উক্ত মামলা আসামীকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ঘটনার দিন গত ১৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে সৌরভ হোসেন এক মাসের বকেয়া ডিস বিল বাবদ ৩শ টাকা চায়। এ সময় নিহত হাফিজুর রহমান ২শ টাকা প্রদান করে বাকী ১শ টাকা আগামীকালের কথা বলে। পরদিন সৌরভ হোসেন ১৪ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করলে হাফিজুর রহমান ঘুম থেকে উঠে তার মেয়ে মোছাঃ হাবিবা (০৮)র নিকট ৫শ টাকা দিয়ে সৌরভ হোসেনের নিকট পাঠালে সৌরভ হোসেন ১শ টাকার পরিবর্তে ২শ টাকা রেখে দেয়। এ অতিরিক্ত টাকা রাখার কারণ জিজ্ঞাসা করলে সৌরভ হোসেন উত্তেজিত হয়ে হাফিজুর রহমানের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে সে হাফিজুর রহমানকে এলোপাথাড়ীভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এ ঘটনায় আঘাতের ফলে হাফিজুর রহমান গুরুত্বর রক্তাক্ত জখমের ফলে মাটিতে পড়লে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে অটোরিকশা যোগে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ কল্পনা বেগম বাদী হয়ে জামালপুর জেলার সদর থানার মামলা নং-৩২/৬৭২, তারিখ-১৫/০৮/২০২৩ ইং, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩০২/১১৪/৩৪ মোতাবেক হত্যা মামলা রুজু করলে আসামী গা-ঢাকা দেয়।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ঘটনার পর থেকেই আসামী সৌরভ হোসেন আত্মগোপন করেন। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আজ ভোররাতে শেরপুুর জেলার সদর থানার টাকিমারী চর থেকে তাকে আটক করে আজ দুপুরে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়।