বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুর সদর উপজেলার নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে অত্র বিদ্যালয়ের মাঠে ও নারিকেলী মোড় এলাকায় এই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এসময় বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী শাহিদা সাবা সিনথি বলেন, প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠনের সময় নানাভাবে অসৎ উপায়ে টাকা নিয়েছেন। আমাদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন। এমন প্রধান শিক্ষক আমরা চাই না।
তাই দ্রুত প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবি জানান তারা। অন্যথায় আন্দোলন চলমান রাখার কথা জানান শিক্ষার্থীরা।
দশম শ্রেনীর ছাত্রী মেঘলা বলেন, যে পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন। সে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম করেই যাবো। আমরা ক্লাসে প্রবেশ করবো। আমরা ক্লাস বর্জণ করবো।
নবম শ্রেনীর শিক্ষার্থী রাইমা ইসলাম রুমু জানান, প্রধান শিক্ষক ফজলুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি প্রদান শিক্ষকের চেয়ারে বসে ধুমপান করেন। এছাড়াও তিনি নিয়োগ বানিজ্য, অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যালয়ের মান ক্ষুন্ন করেছেন।
বিক্ষোভের সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফজলুল হক। এছাড়াও বন্ধ পাওয়া যায় তার মুঠোফোন। তিনি টানা ১০ বছরের অধিক সময় বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা অতিসত্বর প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাই, তার দ্রুত পদত্যাগের জন্য বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আমরা।
আপনার মতামত লিখুন :