জামালপুরে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক







নিজস্ব সংবাদদাতা : জামালপুরে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক সহিংসতা প্রতিরোধে স্থানীয় চিত্র উপস্থাপন ও মতামত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১১ নভেম্বর দুপুরে সদর উপজেলা প্রশাসনের মিলনায়তনে নারীর অধিকার সুরক্ষা বিষয়ক সভায় নারীরএগিয়ে চলার প্রকল্প এবং তরুণ নারীদলের আয়োজনে উপজেলা প্রশাসন জামালপুর সদর সার্বিক তত্ত্বাবধান এবং তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার সহযোগিতায় তরুণ নারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারীপক্ষ প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে থেকে উঠে আসা নারীর স্বাস্থ্য অধিকার প্রান্তিক নারীদের জীবন যাপন ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল নারীদের সুরক্ষা অধিকার বাস্তবায়নে করণীয় এবং আগামীতে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় পথকে মসৃণ করতে সভা অনুষ্ঠিত হয়। এতে নারীর এগিয়ে চলা প্রকল্পের সহ ব্যবস্থাপক লিপি রোজারিও সভাপতিত্বে প্রধান অতিথি এবং জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শিহীদ পিংকি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক কামরুন্নাহার বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, নারীপক্ষের সদস্য আসমা বীথি,তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নারীনেত্রী শামীমা খান, সাজেদা পারভিন ঝিনুক, সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ।


Share This Article