
বিল্লাল হোসাইন, জামালপুর:
জামালপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৬ মে) বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে এ কনফারেন্স এর আয়োজন করেন জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।
জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন থানার ওসি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
জানা যায়, ২০২৪ সালে মোট ১৯৩% মামলা নিষ্পত্তি হয়েছে যা ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ১ম ত্রৈমাসিক ১০৮টি বেশী মামলা নিষ্পত্তি হওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-কে উপস্থিত সবাই প্রশংসা করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ বিচার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানদের মানুষের ন্যায় বিচার নিশ্চিতে আদালতের নির্দেশ মোতাবেক নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরিশেষে জামালপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।