
বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামালপুর-৫ সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান।
রবিবার রাতে শহরের বসাক পাড়া ও বানিয়াবাজারসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুল লতিফ, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি, শহর শাখার সদস্য সচিব ইব্রাহিম হোসেন প্রমুখ ।
পরিদর্শনকালে পূজা মন্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন।