
বিল্লাল হোসাইন, জামালপুর :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে জামালপুরে প্রথমবারের মত এই উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে সকলকে উপহার দেওয়ার জন্য প্রত্যেকটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।
শুক্রবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
তিনি জানান, এবার জামালপুর জেলায় ২০৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই বিষয়টি সামনে রেখে শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশ কন্ট্রোল রুমে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে।
পূজামন্ডপগুলো ঘিরে রয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত পোশাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, র্যাব, সাদা পোশাকে পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। এছাড়াও থাকছে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ মাসুদ আনোয়ার, ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, (সদর সার্কেল) সোহরাব হোসাইন, সহকারী পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত এম এম ময়নুল ইসলাম, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে জেলা প্রশাসক সফিউর রহমান ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতনসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।