বিল্লাল হোসাইন, জামালপুর প্রতিনিধি ::
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ব্যপক প্রচারণার অংশ হিসেবে জামালপুরে ‘বিএমইটি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে এ খেলা আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবালসহ সংস্থার অন্যান্য কর্মী এবং টিটিসি ও ডিইএমইর প্রতিনিধিরা। খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ১০হাজার টাকা প্রাইজমানি, ট্রফি ও রানার্স আপ দলকে পাঁচ হাজার টাকা নগদ অর্থ ও ট্রফি তুলে দেয়া হয়।
উন্নয়ন সংঘের হয়ে খেলায় প্রতিদ্বন্ধিতা করেন নাজমুল হাসান ও অবসান। অতিরিক্ত খেলোয়ার হিসেবে ছিলেন আরজু মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দলের হয়ে খেলেন ছানোয়ার হোসেন ও মাহমুদুল হাসান। খেলায় ২-১ রাউন্ডে জয় লাভ করে উন্নয়ন সংঘ দল।
উল্লেখ টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। ১৪ফেব্রুয়ারি খেলাটি উদ্বোধন করা হয়।