জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

বিল্লাল হোসাইন, জামালপুর:


বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যদায় জামালপুরে পালিত হয়েছে।

শনিবার জেলা প্রশাসন আয়োজিত জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.ইমরান আহমেদ।
সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপরা মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাওলা গোপাল কলেজের সহযোগী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This Article