জামালপুরে মহাষ্টমীর স্নান উৎসবে হাজারো পুর্ণার্থীর ঢল

বাংলাদেশ চিত্র ডেস্ক

জামালপুরে হিন্দু ধর্মালম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু হয়েছে। জামালপুর ফেরীঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এ স্নানোৎসব পালন হচ্ছে।

আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া পুণ্যস্নান চলবে বিকাল ৫ টা পর্যন্ত। স্নানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

মহা অষ্টমীর পূন্যস্নান উপলক্ষে জামালপুর শহরের দয়াময়ী মন্দির ও রাঁধামোহন জিউ মন্দিরে এবং এর আশপাশের এলাকাজুড়ে বসেছে তিন দিন ব্যাপী অষ্টমী মেলা। মেলায় নিত্য প্রয়োজনীয় পণ্য, সাঝ, ঝুড়ি, জিলাপী, বিভিন্ন ধরনের খেলনা, কাঠ ও লোহার আসবাবপত্রসহ নাগরদোলা স্থান পেয়েছে।

নানা মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীরা স্নানোৎসবে অংশগ্রহণ করছে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা ডাব, দুর্বা, বেলপাতা ফলমূলসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পুণ্যস্নান করছেন। এবছরের স্নানোৎসবে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। পাপমোচনের আশায় বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের পদচারণে মুখর হয়ে জামালপুর শহরের বিভিন্ন এলাকা।

Share This Article