জামালপুরে মাসব্যাপী পৌর ফাল্গুন মেলা শুরু

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিল্লাল হোসাইন, জামালপুর ::

জামালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে মাসব্যাপী পৌর ফাল্গুন মেলা শুরু হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল হাকিম আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি। পৌর মেয়র মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ। পৌর কাউন্সিলর বিজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন , জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান মিজান,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম,সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সহ অনেকেই । মেলায় ৯২টি স্টল স্থান পেয়েছে। এতে হস্তশিল্পজাত দ্রব্য, কুটির শিল্প, বস্ত্র, প্রসাধনী, কসমেটিকস, খাবারের দোকান, সার্কাস, শিশুদের নানা রাইডার্সসহ থাকবে নানা আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে পৌর ফাল্গুন মেলা।

Share This Article