
বিল্লাল হোসাইন, জামালপুর:
“শ্রমিক-মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ”
মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে শ্রমিক মালিক সু-সম্পর্ককে মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশায় জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে শহরের গেইটপাড় এলাকা থেকে দিবটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রসঙ্গে গিয়ে শেষ হয়ে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জামালপুর পৌর শাখার সভাপতি মাহবুবুর আলম বাবলা, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, জেলা ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাকা ৩৬৪০ এর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম কেরামত প্রমুখ।
এসময় বক্তারা মে দিবসে শ্রমিক-মালিক মিলে স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান।
এছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।