জামালপুরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা


বিল্লাল হোসাইন, জামালপুর : প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ /
জামালপুরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা
জামালপুরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরে সেতুলী বেম্বু গার্ডেনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করেন জামালপুর জেলা জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি।

জেলা জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির আহবায়ক মোঃ আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান।

জেলা জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার ওয়ারেন্ট অফিসার কবির হোসেন, আলাউদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, ফজলুল হক সহ আরো অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুল লতিফ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি, শহর শাখার আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব ইব্রাহিম হোসেন, জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবদুল্লা আল ফারুক প্রমুখ ।

বক্তারা বলেন, বাংলাদেশ সৃষ্টির পেছনে যে কয়টি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে তন্মধ্যে সশস্ত্রবাহিনী দিবসটি রয়েছে। নিজস্ব বাহিনীর দ্বারা শত্রুকে পরাজিত করে আত্মসমর্পণ করানোর কৌশলের বিষয়ে জেনারেল ওসমানী ও উর্ধতন সামরিক কর্মকতার এক দূরদর্শী পরিকল্পনা গ্রহন করেন। ১৯৭১ সালে ২১শে নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানী বাহিনীকে আক্রমন করে। সেই জন্য মুক্তিযুদ্ধের একটি মাইলফলক হিসেবে প্রতি বছর ২১ শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবসটি গৌরবের সাথে উদযাপন করা হয়।