জামালপুরে সাজের বাতি মেকওভার এন্ড পার্লারের উদ্বোধন

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন , জামালপুর:
জামালপুর শহরের সকাল বাজারস্থ স্টার প্লাজার নিচতলায় সাজের বাতি মেকওভার এন্ড পার্লারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০১সেপ্টেম্বর) বিকেলে শহরের সকাল বাজারস্থ স্টার প্লাজার নিচতলায় এ উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, সাজের বাতি মেকওভার এন্ড পার্লারের স্বত্বাধিকারী আখি আক্তার পিংকি, বিউটিশিয়ান সুমনা শেখ, মাহমুদা বিনা প্রমুখ।

পার্লার কর্তৃপক্ষ জানান, সাজের বাতি মেকওভার এন্ড পার্লারে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা ফেসিয়াল, বউ সাজানো, ব্লিচ, পার্টি মেক-আপ, ভ্রু-প্লাগ, খোপা বাঁধা, মেহেদী পড়ানো ইত্যাদি যাবতীয় কাজ যত্ন সহকারে করা হবে।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর