
বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুর তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মৌসুমী খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,জেলা আওয়ামী রীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন,ডা.মোস্তাফিজুর রহমান,রুপালী ব্যাংক জামালপুর শাখার প্রিন্সিপাল অফিসার কামরুল হাসান ও শিক্ষক গোলাম হাসিব প্রমুখ।
সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র খুদে শিক্ষার্থীদের সামনে প্রদর্শিত করা হয়। এ ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে কিভাবে তৈয়রি করতে হবে সে বিষয়ে ধারনা দেয়া হয় শিক্ষার্থীদের ।