জামালপুরে হারল্যান নিউইয়ার্ক শো-রুমের উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :


জামালপুরে হারল্যান নিউইয়ার্ক শো-রুমের শুভ উদ্বোধন করেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার বিকালে পৌর শহরের কলেজ রোডস্থ সর্দারপাড়ায় এ কসমেটিকস পণ্যের শো- রুম উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হারল্যান নিউইযার্ক কোম্পানীর এক্সিকিউটিভ ম্যানেজার মোঃ জামাল উদ্দিন ও হারল্যান নিউইয়ার্কের ডিলার মোঃ রহুল আমীন পলাশ।
উদ্বোধনকালে ক্রেতাদের উদ্দেশ্যে চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন, আপনারা হারল্যান নিউইয়ার্কের পণ্য ব্যবহার করবেন। আমিও এ কোম্পানীর পণ্য ব্যবহার করি। এ কোম্পানীর পণ্য ব্যবহারেই আপনারা বুঝতে পারবেন কতটা উন্নত এবং বডির স্কীনের জন্য কত আরাম দায়ক।

উদ্বোধন এর সময় দেখতে আসা উৎসুক জনতার ভীড় দেখে জামালপুর বাসীর প্রতি কৃতজ্ঞতাগ্যাপন করেন চিত্র নায়িকা অপু বিশ্বাস ।

Share This Article