বিল্লাল হোসাইন, জামালপুর :
“শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই স্লোগান নিয়ে আত্নকর্মসংস্থান, জীবনমান ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জামালপুর জেলা পরিষদে ৪ টি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিকালে জেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে কম্পিউটার, সেলাই, বিউটিফিকেশন ও ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা পরিষদ।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ এর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুরের জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদে সদস্য ফারহানা সোমা, ইংলিশ স্পোকেন কোর্সের প্রশিক্ষণার্থী ফারুক হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যান্য কর্মকতা, সদস্যগণ, সকল কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। পরে জেলা পরিষদের প্রাঙ্গণে একটি কামিনী বৃক্ষের চারা রোপন করেন প্রধান অতিথি।
জানা যায়, জামালপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত কম্পিউটার, সেলাই, বিউটিফিকেশন ও ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ কোর্সে মোট ১৬৫ জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :