জামালপুর জেলা পরিষদ কর্তৃক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বিল্লাল হোসাইন, জামালপুর:


‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা পরিষদে ৪ বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দৌলতুজ্জামান দুলাল, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সদস্য জয়নাল আবেদীন, হারুন অর রশিদ ও নাজমা আক্তার মুন্নি প্রমুখ।

বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণে অংশগ্রহণ করলেই হবেনা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাহলেই এই প্রশিক্ষণ কোর্স সফল হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আত্মকর্মসংস্থান, জীবনমান ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জামালপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ২০২১-২০২২ অর্থবছরের সেলাই মেশিন, বিউটিফিকেশন, কম্পিউটার ও ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ কোর্সের উপর এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কোর্সে সেলাই প্রশিক্ষণ ৬০ দিন, বিউটিফিকেশন ৪০ দিন কম্পিউটার প্রশিক্ষণ ৪৮ দিন ও ইংলিশ স্পোকেন ৩৬ দিন। এ প্রশিক্ষণে ৭ জন প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০২০-২০২১ অর্থবছরের কম্পিউটার কোর্সেও সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

Share This Article