জামালপুর পাক-হানাদারমুক্ত দিবস পালিত

জামালপুর পাক-হানাদারমুক্ত দিবস পালিত

বিল্লাল হোসাইন, জামালপুর প্রতিনিধি:-
১০ ডিসেম্বর জামালপুর পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বকুলতলা থেকে পাক-হানাদার মুক্ত দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সুজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আনোয়ার মাসুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক বার) জহুরুল হক মুন্সি, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আকন্দ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কিসমত পাশা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু প্রমুখ।
আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article

Share this post

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com