
বিল্লাল হোসাইন, জামালপুর ::
জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকারের বিশেষ প্রকল্প কর্মসৃজন এই প্রকল্পবাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
শনিবার সদর উপজেলার রানাগাছা ও ঘোড়াধাপ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানের কর্মসৃজন প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া। পরিদর্শনে উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন ইউনিয়নের তৃনমূল অবকাঠামো (রাস্তাঘাট) উন্নয়নে সরকারের মাধ্যমে কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পে যারা অনুপস্থিত থাকবেন তাদেরকে বেতন দেওয়া হবে না। সেই সাথে বদলি কর্মী দিয়েও কাজ করানো যাবে না। প্রতিদিন সরকারের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। বর্তমানে প্রকল্পের মেয়াদ দীর্ঘহওয়ায় সকলকে মনযোগ সহকারে কাজ করার জন্য আহ্বান জানান। সেই সাথে অনৈতিক ভাবে এই প্রকল্পের জন্য কারো সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বলেন।