জাল টাকা প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাল নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাল টাকার সঙ্গে জড়িত কোনো তথ্য থাকলে কাছের বিজিবি ক্যাম্প বা সদরদপ্তরে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অপরাধ আরও কার্যকরভাবে দমন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

Share This Article