
জিমনেসিয়ামে পর্যাপ্ত আলো না থাকায় প্রেসিডেন্ট কাপ টিটি স্থগিত
সব প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তারপরও হঠাৎ করে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে তাদের। পল্টনের শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে পর্যাপ্ত আলো না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এমনকি এয়ারকন্ডিশনও কাজ করছে না ঠিকমতো। তাই বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে ফেডারেশন।
টুর্নামেন্টের এন্ট্রি ফি সংগ্রহ, প্রাইজমানি নির্ধারণ, বিভিন্ন ক্লাব এবং জেলাগুলোর সাথে যোগাযোগ এবং টাইটেল স্পন্সর চূড়ান্ত করেছিল ফেডারেশন। আগামী ১৫ থেকে ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট কাপ র্যাংকিং এবং প্রাইজমানি টুর্নামেন্ট।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন থেকে জানানো হয়েছে, বদ্ধ জিমনিসিয়ামে কোনোভাবেই টুর্নামেন্ট চালানো সম্ভব নয়। এখানে টানা দুই ঘণ্টা কাটালে যেকোনো খেলোয়াড় ঘামে ভিজে চুপসে যান। গরমে এবং ঘামে ন্যাশনাল প্লেয়ারদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকায় প্রতিযোগিতা আয়োজনের ঝুঁকি নেয়নি তারা।
বিকল্প হিসেবে মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া সংস্থার ইনডোরের কথা ভাবছে ফেডারেশন।