
টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ও নিহতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।
পরে সেখানে জুতা পায়ে উঠে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার, উপজেলা আমির ইয়া ইয়াহ্ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান, বাইতুল মাল সম্পাদক মো. ইসহাক আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে জানতে উপজেলা আমির ইয়া ইয়াহ্ খান মারুফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার বলেন, ‘বিষয়টা আসলে এতটা চিন্তা করে করিনি। তবে ওখানে বক্তৃতা না রাখলেও চলতো।’
এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, ‘বিস্তারিত না জেনে এই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।’