জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন মাহফুজ আলম

বাংলাদেশ চিত্র ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টি গণপরিষদ এবং পরে সংবিধান সংশোধনী থেকে শুরু করে অন্য সব কিছুর ওপর নির্ভর করবে। যারাই দায়িত্ব পাবেন, এমনকি আমরাও যদি জনগণের কাছ থেকে দায়িত্ব পাই তাহলে এটি করবো, আর পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন তাদের কাছে এটা বাইন্ডিং (দায়) হিসেবে থাকবে বলে আমরা মনে করি। কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন তারা অবশ্যই গণঅভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই ঘোষণাপত্র ধারণ করেই জনগণের কাছে যাবেন এবং নির্বাচিত হবেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে এক প্রশ্নে মাহফুজ আলম বলেন, ৫ আগস্ট বিকালে যদি আমরা থাকতাম তখন যেটি হতো আমরা সেটি তৈরি করতে চাচ্ছি। সেখানে ছাত্ররা থাকবে, সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলরা আছেন, এমনকি উপদেষ্টা পরিষদের সদস্যরাও থাকতে পারেন।

Share This Article