জুলাই যোদ্ধাদের ওপর হামলা, কিশোরগঞ্জে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা।

শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার সামনের সড়ক ও শহরের কালীবাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান জুলাই যোদ্ধারা।

এ সময় জুলাই যোদ্ধারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে। তারা ‘জুলাই সনদ’ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এদের মধ্যে জুলাই যোদ্ধা শেখ মুদাছির তুসি বলেন, আমরা অন্যায় বা সংঘাত চাই না, চাই ন্যায়ের স্বীকৃতি। যাদের রক্ত ও আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে, তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়—একটি ইতিহাসের ওপর আঘাত। আমরা এই বর্বরতার বিচার চাই।

Share This Article