জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান স্থলের মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই শহীদ পরিবার ও আহতদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ শুক্রবার সকালে জুলাই শহীদ পরিবার ও আহতরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিলে তিনি এই আহ্বান জানান।

এর আগে শুক্রবার সকালে অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে জুলাই শহীদের পরিবার ও আহতরা অবস্থান নিয়ে বসে আছেন। অনুষ্ঠান মঞ্চ ও অতিথিদের চেয়ারের মাঝামাঝি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেছিল জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল। ভোরে আলো ফোটার পরেই বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং একপর্যায়ে দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবেন না বলে জানিয়েছেন।

Share This Article