
পটুয়াখালীর বাউফলে জুলাই শহীদদের স্মরণে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই ক্যাম্পে এলাকার অসংখ্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্যাম্প পরিদর্শন করে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং আয়োজকদের এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
পরিদর্শনকালে ড. মাসুদ বলেন,“জুলাই শহীদদের স্মরণে মানুষের সেবার এই আয়োজন আমাদের সামাজিক দায়িত্ববোধকে আরও গভীর করে তোলে। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা–সংগ্রাম আমাকে সবসময়ই নাড়া দেয়। তাই সামর্থ্যের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।
তিনি আরো বলেন, আজ যারা এখানে এসেছেন, তারা শুধু রোগী নন—তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। তাদের সুস্থতাই আমাদের শক্তি। আমি চাই, বাউফলের প্রতিটি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাক, কেউ যেন আর অবহেলিত না থাকে। মানবিক দায়িত্ব থেকেই এমন আয়োজন আরও সম্প্রসারিত হবে।”
মেডিকেল ক্যাম্পে নারী ও পুরুষ—দু’পক্ষেরই ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। চিকিৎসকরা রোগীদের মনোযোগ দিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
বিনামূল্যে ঔষধ সরবরাহে সহযোগিতা করে স্বনামধন্য দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—বায়োফার্মা লিমিটেড ও ইবনে সিনা লিমিটেড। আয়োজকরা জানান, মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করার একটি মানবিক প্রয়াস হিসেবেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সাধারণ মানুষ এমন মানবিক কার্যক্রমের জন্য আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগ আরও বাড়ানোর দাবি জানান।
জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের সহধর্মিণী ও ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.জাকিয়া ফারহানাসহ বিশেষজ্ঞ চিকিৎসা টীম বিনামূল্যে এ সেবা প্রদান করেন।