জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ইতোমধ্যে বিএনপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দল এবং অথিতিরা পৌঁছেছেন। তবে বিকেল ৪টা পর্যন্ত এনসিপির কাউকে দেখা যায়নি। প্রধান উপদেষ্টা উপস্থিত হওযার পর শুরু হবে অনুষ্ঠান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকারের আমন্ত্রণে আমরা এসেছি। তবে জুলাই সনদ নিয়ে এখনও আলোচনা বাকি রয়েছে। এক্যমত্য কমিশনের সহসভাপতি আমাদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সনদে সই করবেন কি না সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন বলবে না। একটা কৌতূহল থাকুক।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে আজ থেকে নবযাত্রা শুরু হচ্ছে। এ সনদে আশা করছি জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। আজ অনেকেই করবে। কয়েকদিনের মধ্যে বাকি দলগুলোও করবে আশা করছি।
