
জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ রবিবার (৫ অক্টোবর) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১১টায়।
সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার আগে কমিশনের সদস্যরা সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কমিশনের আজকের বৈঠকের আলোচ্যসূচি ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, শনিবার জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করে কমিশন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া প্রস্তাব ও মতামত বিশ্লেষণ করা হয়।
শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া।
কমিশনের সূত্র জানায়, আজকের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি দলগুলোর প্রস্তাবিত মতামত পর্যালোচনার বিষয়েও আলোচনা হবে।