জেএসকেএফ, নোয়াখালীর ৪জন ক্রীড়াসেবী সাংবাদিক আন্তর্জাতিক অলিম্পিক ডে সনদপত্র অর্জন:

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাতীয় অলিম্পিক কমিটির সমন্বয়ে বাংলাদেশে অলিম্পিক ডে পালন করা হয়। সারা বাংলাদেশ থেকে আগত ক্রীড়া সংস্থার প্রতিনিধি, বিভাগীয় প্রতিনিধি, সার্ভিসেস দল, বিকেএসপি, ক্রীড়া ফেডারেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সাংবাদিক, কোচ ও রেফারিগণ সকল ৭ টা শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স শুরু হয়ে বেলা ১১ টায় অলিম্পিক শোভাযাত্রা শেষে সবাই কে অলিম্পিক ট্রি-শার্ট, ক্যাপ, নাস্ত ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে বিভিন্ন দলের কুচকাওয়াজ, প্রশিক্ষণ, কলাকৌশল প্রদর্শন ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

উক্ত অনুষ্ঠানে জেএসকেএফ, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন বিএসসি’র নেতৃত্বে ৪ সদস্যের একটি দল অংশ গ্রহন করেন। সদস্যদলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, নির্বাহী সদস্য ইমতিয়াজ উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম সাইফ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উক্ত অনুষ্ঠানে স্হল উৎসব মুখর উপস্থিতি হয়ে উঠে ক্রীড়াবিদের মিলমমেলা। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধর্তন কর্মকর্তাগণ সুন্দর আনন্দঘন মূহুর্ত শৃঙ্খলার বাঁধে আবদ্ধ না রেখে বন্ধু রূপে অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করেন।

শারীরিক ও মানসিক বিকাশ, স্বাস্থ্য ভালো রাখা ও সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই বক্তব্য বক্তরা বলেন।। সকল ফেডারেশনের অংশ গ্রহনে মুখরিত গুলিস্তান স্টেডিয়াম পাড়া ঈদের আগেই যেন একটা আত্মার মিলন মেলা। খেলাধূলা শরীর চর্চা শিক্ষা ক্রীড়া জগৎ সত্যিই তরুন প্রজন্মকে সম্পৃক্ত করলে যুব ষমাজ মোবাইল গেমস, মরন নেশা মাদক, কিশোর গ্যাংয়ের ছোবল থেকে রক্ষা পাবে।

অলিম্পিক ডে পালন শেষে যৌথ স্বাক্ষরিত সার্টিফিকেট বিতরণ করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থোমাস বাচি এবং বাংলাদেশ জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি সেনবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, পিএইচডি।

Share This Article