জেরে ফাঁসিতে ঝুলে যুবকের আত্নহত্যা

বাংলাদেশ চিত্র ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলিং ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় মোঃ ইয়াসিন মিয়া (১৭) নামে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আখাউড়া থানা পুলিশ শহরের মসজিদ পাড়ার জাহের মিয়ার ভাড়াটিয়া মোঃ লুৎফুর মিয়ার টিনসেডের ঘর থেকে এ মরদেহ উদ্ধার করে। এরআগে রোববার গভীর রাতের কোন এক সময় এ ফাঁস দেওয়ার ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়া লুৎফুর রহমানের ছেলে। প্রেম সংক্রান্ত বিষয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।

নিহতের মা হেনা বেগম বলেন, এক মেয়ের সাথে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা কাবিন চেয়েছিল। আমার ছেলে বেকার সে এত টাকা কোথা দিবে। এসব কারণে সে মানসিক যন্ত্রণায় ছিল। গতরাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। ভোর সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচানো আমার ছেলের মৃতদেহ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share This Article