জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি ::
২৪ ফেব্রুয়ারি-ঝিনাইদহের মহেশপুর সীমান্ত ভারতে পাচারের সময় ১০ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাদবপুর সীমান্ত থেকে তাকে আটক করে।খালিশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় যাদবপুর সীমান্তের পোড়াপারা কাঠবাজার এলাকা থেকে ১ কেজি ১’শ ৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্নের বারসহ আব্দুল হাদি নামের এক পাচারকারীকে আটক করা হয়। রাতে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বাড়ি যশোর র্শাশা উপজেলার সালকোন গ্রামে।