
ঝিনাইদহে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক)এর উদ্যোগে ১০
দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত
জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন,
বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা
সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
আয়োজকরা জানায়, চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান রাখতে আর
তাদের উৎপাদিত পণ্যের প্রসার বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। ‘মেলায়
হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৪৫ টি স্টল
বসেছে।