হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে টমেটো চাষে স্বাবলম্বী হয়েছেন বানিয়াচংয়ের আক্কাস আলী। প্রতি বছর আগাম টমেটো, এবং শীতকালীন বিভিন্ন রকমের শাক-সবজি চাষাবাদ করে পরিবারে ফিরিয়ে এনেছেন স্বচ্ছলতা।
উপজেলা সদরের ২ নম্বর উত্তর -পশ্চিম ইউনিয়নের অন্তর্ভুক্ত আমিরখানী হাওরে আক্কাস আলীর এই কৃষি জমি। বিগত কয়েকবছর আগেও আক্কাস আলীর পরিবার অভাব-অনটনে কাটতো। ছেলে-মেয়ে,স্ত্রী নিয়ে কিভাবে জীবনযাপন করবেন চিন্তায় পড়ে গেছিলেন। অনেক কাজকর্ম করে ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বারবার ব্যর্থ হন আক্কাস আলী। স্ত্রী এবং শশুর তাহের মিয়ার পরামর্শে ছোট একটি জমিতে বিভিন্ন প্রকার শাকসবজি (টমেটো,মুলা,ফুলকপি,বাঁধাকপি,শসা) চাষ করতে শুরু করেন। এতে সফল ও হন তিনি।
কৃষিবিদদের পরামর্শে আগাম শাক-সবজি থেকে শুরু করে সকল প্রকার শাকসবজি চাষ করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনেন। বর্তমানে তিনি ১০-১২ টি জমিতে বিভিন্ন প্রকার শাক-সবজি চাষ করে যাচ্ছেন। এতে পরিবারসহ এলাকাবাসীর শাক-সবজির চাহিদা মেটাতে পারছেন তিনি।
এ ব্যাপারে কৃষক আক্কাস আলী বলেন, একসময় পরিবার চালাতে খুব কষ্ট হতো। কৃষি করে আমি আজকে ৮ লাখ টাকার বাড়ি বানাতে পেরেছি।নিজের নামে ৪ লাখ টাকার জমি কিনেছি। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে এখন সুখে শান্তিতে আছি।