টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – Latest BD News

বাংলাদেশ চিত্র ডেস্ক

মিরপুরে আরও একবার কয়েনভাগ্যকে পাশে পেলেন সিকান্দার রাজা। টানাটস জিতে টানা তৃতীয়বার বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার কোনো দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। সেই অভিযানে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু সকাল ১০টায়।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ।

এর আগে দুটি পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই সব ম্যাচ জিততে পারেনি তারা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে এই সংস্করণে দ্বিতীয়বার টানা পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, টাডিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাডান্ডে, লুক জঙ্গুয়ে, রায়ান বার্ল, ফারাজ আকরাম, জোনাথান ক্যাম্পবেল, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

Bangladesh cricket match

Share This Article