টাকা বৈধ করতে মাছ চাষে শেখ তাপস আয় দেখিয়েছেন ৯৫ কোটি

বাংলাদেশ চিত্র ডেস্ক

দুর্নীতি মাধ্যমে অর্জিত টাকা হালাল করতে শেখ পরিবারের সদস্য শেখ ফজলে নুর তাপস মাছ চাষির খাতায় নাম লেখিয়ে রাতারাতি বনে যান প্রায় শতকোটি টাকার মালিক। পুকুরের মাছ চাষ থেকে মাত্র ৩ বছরে আয় দেখান ৯৫ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৩১ টাকা।
অনুসন্ধানে দেখা যায়, জাল জালিয়াতির চুক্তিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ভিটি, নাল ও বাগান শ্রেণিভুক্ত জমিকে পুকুর হিসেবে লিজ গ্রহণ দেখিয়ে রাতারাতি মৎস্য চাষি বনে যান শেখ তাপস।… বিস্তারিত

Share This Article