টাঙ্গাইলে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিফ্রিং

বাংলাদেশ চিত্র ডেস্ক

আগামীকাল ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্বরত পুলিশদের নিয়ে বিফ্রিং করেছে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

আজ মঙ্গলবার (৭ মে) সকালে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে এ বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
বিফ্রিংয়ে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ডিউটিতে দায়িত্বরত পুলিশের সকল অফিসার ও ফোর্সদের কর্তব্য ও করনীয় সর্ম্পকে বক্তব্য প্রদানসহ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করা নিদের্শনা প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

 

Share This Article