
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযুক্ত মো. হুমায়ুন মিয়াকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেলে হুমায়ূন মুরগীর খামারের খাদ্য রাখার ঘরে নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এ ঘটনার পর হুমায়ুনের বড় ভাই উল্টো মামলা না করার জন্য ভয়ভীতি দেখায়। তার পরিবারের লোকজন থানায় যাওয়া আটকাতে রাস্তায় অস্ত্র নিয়েও দাঁড়িয়ে থাকে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, অভিযোগের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। থানায় একটি মামলাও দায়ের হয়েছে।