তৃতীয় ধাপে অনুষ্টিত উপজেলা নির্বাচনে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্টিত হয়েছে। রামু উপজেলায় মোটর সাইকেল প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম ভূট্টো, উখিয়া উপজেলায় আনারস প্রতিক নিয়ে জাহাঙ্গীর আলম ও টেকনাফ উপজেলায় জাফর আহমদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে সেন্টমার্টিন কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। এই ইউনিয়নে ৩ হাজার ৭১৩ ভোট রয়েছে।
আজ এই তিন উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, ৫৯ কেন্দ্রে আনারস প্রতিকে জাফর আহমদ ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরুল আলম টেলিফোন প্রতিকে পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট। বৈরী আবহাওয়ার কারনে গতকাল নির্বাচন কমিশন সেন্টমার্টিন ইউনিয়নের ভোট স্থগিত করেছে। এই দ্বীপ ইউনিয়নে ৩ হাজার ৭১৩ ভোট রয়েছে।
ভাইস চেয়ারম্যান হিসেবে সরওয়ার আলম এগিয়ে রয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মর্জিনা আক্তার।
টেকনাফ উপজেলায় ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন।
উখিয়া উপজেলা নির্বাচন ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ৬২ কেন্দ্রে আনারস প্রতিকে জাহাঙ্গীর কবির চৌধুরী ৩৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন ২৪ হাজার ৫৩৩ ভোট।
সাংবাদিক রাসেল চৌধুরী ভাইস চেয়ারম্যান ও শাহিন আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উখিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৫১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন, মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন।
রামু উপজেলা নির্বাচন ও সহকারী রির্টানিং কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, উপজেলার ৬৪টি কেন্দ্রে মোটর সাইকেল প্রতীকে ৪৩ হাজার ৮০৩ ভোট পেয়ে সিরাজুল ইসলাম ভূট্টো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান সোহেল সারওয়ার কাজল পেয়েছেন ১৬ হজার ৯৮৪ ভোট। তিনি কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের অপন ভাই।
রামু উপজেলায় মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন।