আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে নাহিয়ান হাসান ও অনন্যা চক্রবর্তী যৌথ সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ বৃক্ষরোপন কর্মসূচি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা বক্তব্যে বলেন, আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার শোষিত মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ, নিজের ভূখণ্ড। অবসান ঘটেছিল ২৪ বছরের পাকিস্তানি জান্তাদের দুঃশাসন। বাংলার মানুষের জীবনের সবচেয়ে খুক্ষিক্ষত ও আবেগঘন বিজয়ের দিন।
এই সময় আরো উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ আরো অনেকে।