চাকরির মেয়াদ আরও ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বুধবার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
বাণিজ্য সচিব জানান, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মইনুল খান জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৩০ অক্টোবর তারিখে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মইনুল খান বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী তাঁকে ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ২০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছিল। দীর্ঘ চাকরিজীবনে পেশাগত দক্ষতার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায় তার চাকরির অফার রয়েছে। যা নিয়ে ইতিবাচক চিন্তা করছেন তিনি।
বিটিটিসির অভ্যন্তরীণ গ্রুপে মইনুল খান সহকর্মীদের কাছে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৩২ বছরের চাকরিজীবনে তিনি বিভিন্ন পদে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার দাবি করেন এবং বলেন যে তিনি সবসময় সরকারের জন্য ‘মান’ সংযোজন করার চেষ্টা করেছেন।
নিজেকে ‘একাডেমিক’ ঘরানার ব্যক্তি হিসেবে উল্লেখ করে মইনুল খান গবেষণা ও পাঠদানকে তাঁর ধ্যানজ্ঞান বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে এই পেশায় বয়সসীমা নেই এবং তিনি এখন এই জীবনকেই বেছে নিয়েছেন।