ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত..

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (২ জুন) দুপুরে ভূল্লী থানার ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে নিজ বাড়ির থেকে পাশ্বের বাড়ীতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলো। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। ইজিবাইকটি ধাক্কায় শিশুর মৃত্যু ঘটনাটি মামলা প্রক্রিয়াধীন।

Share This Article