ডাকসুতে অসম্ভব ভালো হয়েছে, এতটা কল্পনাও করিনি: এস এম ফরহাদ

বাংলাদেশ চিত্র ডেস্ক

মানিকগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বিষয়ে বলেন, ডাকসু নিয়ে আমরা আগে বড় স্বপ্ন দেখতে পারিনি। নানা কারণে আমরা পাবলিকলি কথাও বলতে পারিনি। আমরা বড় কোনো ইভেন্ট আয়োজন করতে পারিনি। পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ডাকসুতে অসম্ভব লেভেলের ভালো হয়েছে, যা আমরা নিজেরাও এতটা কল্পনা করিনি।

শনিবার সকালে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেকদের নিয়ে প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার কাছে মনে হয়েছে ৫ তারিখের পর থেকে মানুষ আমাদের জানতে চায়। আমরা আসলে কেমন। ডাকসুতে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম ডোর টু ডোর যাব। বিশ্ববিদ্যালয়ে এমন কোনো রুম ছিল না যেখানে আমাদের মেসেজ পৌঁছায়নি। আমাদের নারী প্রার্থীরাও রুম টু রুম গেছে। এ কারণে আমাদের এই ফলাফল।

প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুর পরপরই এস এম ফরহাদ তার বক্তব্য প্রদান করে আরেকটি প্রোগ্রামের উদ্দেশ্যে তিনি রওনা দেন। পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও মানিকগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন। বক্তব্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল ইসলাম, জামায়াতে ইসলামী থেকে মনোনীত মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী ডা: আবু বকর সিদ্দিক, মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। এ সময় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কমিটির অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share This Article