ডা. ইউনুস আলী খানের মানবিক কাজের ধারাবাহিকতা ধরে রেখেছেন তার সন্তানরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

গরীবের ডাক্তার খ্যাত শাহজাদপুরের গনমানুষের চিকিৎসক ডা. ইউনুস আলী খানের মানবিক কাজের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সন্তানেরা। এর লক্ষেই বাবার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের আন্ধারকোঠাপাড়াস্থ প্রয়াত ডাক্তার ইউনুস আলী খানের বাসভবনে শনি ও রবিবার দু’দিন ব্যাপী বিনামুল্যে এ স্বাস্থসেবা ক্যাম্পের আয়োজন করেছে ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশন ও ডাক্তার ইউনুস আলী খান স্মৃতি ক্লাব।

ক্যাম্পে প্রথমদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখেন মেডিসিন, ডায়াবেটিকস, হৃদরোগ এবং শিশু রোগে অভিজ্ঞ ডাঃ সৌমিত্র বসাক রাজিব । প্রথমদিন প্রায় শতাধিক রোগী ক্যাম্পে এসে সেবা গ্রহন করেন।

আজ রোববার একই সময় একই ভেন্যুতে রোগী দেখেন হৃদরোগ, বাতজ্বর, ব্লাড প্রেসার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, মেডিসিন এবং মা ও শিশু রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ মোঃ এনামুল হক।

আয়োজকবৃন্দের পক্ষ থেকে এই কর্মসুচির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন ইউনুস আলী খান ফাউন্ডেশনের ম্যানেজার শফিকুর রহমান রোম।

ডা. ইউনুস আলী খানের মেজ কন্যা কানিজ ফাতিমা মিতা তার বাবার স্মৃতিকে স্মরণ করে তার মানবিক কাজের ধারাবাহিকতা রক্ষার করার প্রতিশ্রুতি

Share This Article