
জাতীয় দৈনিক প্রথম আলোর তত্বাবধানে পরিচালিত সংগঠন প্রথম আলো বন্ধু সভা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার ২০২৪ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল মুনয়িম সরকার শুভ ও সাধারণ সম্পাদক খালিদ হাসান টিটো সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ৩১/১২/২৩ তারিখ রাতে প্রথম আলোবন্ধু সভার অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের বিভিন্ন শাখার কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার উপদেষ্টাগণের পরামর্শক্রমে গঠিত কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সভাপতি- মোঃ আব্দুল মুনয়িম সরকার শুভ, সহসভাপতি- রত্না রায়, সহসভাপতি- মাহমুদুল হাসান রিয়াদ, সাধারণ সম্পাদক- খালিদ হাসান টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক- আমের ইয়ামিন, সাধারণ সম্পাদক- সানজিদা আকতার, সাংগঠনিক সম্পাদক- ইমাম মেহেদি হাসান (আইন)
সহসাংগঠনিক সম্পাদক- উম্মে হাবিবা মুক্তা, অর্থ সম্পাদক- জুবাইদ হোসাইন জিয়ান (বিবিএ), দপ্তর সম্পাদক- আইন কাজী।
এছাড়াও প্রচার সম্পাদক- মো. নাজমুচ্ছাকিব, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক- মোঃ শাহরিয়ার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক- মেহনুর রহমান মিষ্টু, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক- তাহের ইসলাম তনিমা, প্রশিক্ষণ সম্পাদক- রাজিয়া সুলতানা রোজী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক- মোঃ আসাদুজ্জামান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক- মোঃ সাব্বির আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক- দুর্জয় দাস, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক- নিহাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- জেসন চাকমা, ম্যাগাজিন সম্পাদক- সৌরভ গাঙ্গুঁলী, বইমেলা সম্পাদক- সজীব চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য- ফরহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য- মো: জুনাইদ ইসলাম জুইন, কার্যনির্বাহী সদস্য- উর্মি খান, কার্যনির্বাহী সদস্য- মেহেদী হাসান মুন্না, কার্যনির্বাহী সদস্য- আ.ম.খালেদ মোমেন ইফায।