ডুয়েটে উচ্চশিক্ষা বিষয়ক মেগা সেমিনার অনুষ্ঠিত

মোঃ রাকিবুল ইসলাম, ডুয়েট প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ “Higher Studies Abroad” শীর্ষক মেগা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইকিউএসি, ডুয়েট-এর যৌথ আয়োজনে এই সেমিনারটি ২০২৫ সালের ৭ জানুয়ারি শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এবং মেকানিক্যাল অনুষদের ডীন প্রফেসর ড. মো. আরেফিন কাউসার
সকাল ১০ টায় পবিত্র ধর্মগ্রন্থ হতে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডুয়েটের উপাচার্য এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক মানদণ্ডে ডুয়েটকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।উপ-উপাচার্য তার বক্তব্যে ডুয়েটের সাথে ইন্ডাষ্ট্রির সম্পর্ক স্থাপন অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।
উপ- উপচার্যের বক্তব্যের পরেই “The Pathways to Higher Studies” শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩৪ তম ব্যাচের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আমানউল্লাহ। তিনি সম্প্রতি কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (কেএসএ) থেকে পূর্ণ বৃত্তি পেয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন।
১১:০০টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, যা পরিচালনা করেন ডুয়েট ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি ইসলাম মিঠু । শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ডুয়েটের ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান। তিনি টাসকিজি ইউনিভার্সিটি (আলাবামা, যুক্তরাষ্ট্র) থেকে এমএসসি এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন।ড. রাশেদ মিয়া: ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ইউনিভার্সিটি মালায়া (মালয়েশিয়া) থেকে এমএসসি এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া) থেকে পিএইচডি করেছেন।বিশেষজ্ঞ প্যানেলে আরও ছিলেন মিতসুবিশি ইলেকট্রিক যুক্তরাজ্যের গবেষক ড.জাহেদুল ইসলাম চৌধুরী। তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে এমএসসি এবং কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে ড. জাহেদুল ইসলাম চৌধুরী “Career Planning: Higher Studies Abroad & Beyond” শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে ডুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সেমিনার সম্পর্কে জানতে চাইলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যোবায়ের হোসেন প্রতিবেদককে বলেন “আজকের সেমিনার আমাদের উচ্চশিক্ষার পথে পথচলার অনুপ্রেরণাদায়ক এবং ১ম, ২য় বর্ষের শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখবে। তিনি আর ও বলেন ডুয়েটে উচ্চশিক্ষা বিষয়ক অনেক সেমিনার হচ্ছে এটা আমার মতো বাইরে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক। তবে ডুয়েট শিক্ষার্থীদের একটি বিপুল অংশ সরকারি, স্বায়ত্বশাসিত অথবা প্রাইভেট সেক্টরে সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখে। আগামী ১৬ জানুয়ারি ক্যাম্পাসে জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের জন্য ডুয়েটে এখন ও কোন সভা,সিম্পোজিয়াম বা সেমিনার অনুষ্ঠিত হয়নি।তিনি আশাবাদব্যক্ত করেন শীঘ্রই ডুয়েট প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।

Share This Article