ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজিপুর এর উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়ের সাথে ডুয়েট সাংবাদিক সমিতির নব গঠিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ই ডিসেম্বর রোজ রবিবার বিকেলে ভিসি অফিসের সেমিনার রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ডুয়েট উপাচার্য ড.মোহাম্মদ জয়নাল আবেদীন, উপ-উপাচার্য ড.আরেফিন কাওসার এবং ডিরেক্টর অব রিসার্চ এন্ড এক্সটেনশন বিভাগের এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ জিয়াউল হক উপস্থিত ছিলেন।
ভিসি মহোদয় নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ডুয়েটের অর্জন গুলো মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন -প্রথমত ডুয়েটের সুনাম ক্ষুণ্ণ হয় এরকম কার্যক্রমের বিরুদ্ধে কলম ধরতে হবে। দ্বিতীয়ত, আমরা ডুয়েট কে এভারেস্ট সমান উচ্চতায় নিয়ে যেতে চাই। রিসার্চ, স্টাডি, কনসালটেন্সি, প্রজেক্ট, ছাত্র-শিক্ষক সম্পর্ক, প্রকৌশল ও প্রযুক্তি সব দিক দিয়ে সেরা অবস্থানে যেতে চাই। এই সফলতার জার্নি মানুষের কাছে তুলে ধরতে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
সবশেষে তিনি ডুয়েট সাংবাদিক সমিতির সাথে ডিরেক্টর অব রিসার্চ এন্ড এক্সটেনশন দপ্তরের কোলাবোরেশানের বিষয় নিয়েও আলোচনা করেন।