ডেঙ্গু আক্রান্ত ওসমান হাদী, সুস্থতার জন্য দোয়া কামনা

বাংলাদেশ চিত্র ডেস্ক

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এদিন রাত সোয়া ৮টার দিকে ইনকিলাব মঞ্চের সংঠক আব্দুল্লাহ আল জাবের এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ওসমান হাদি ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন।’ 

পোস্টটি শেয়ার করে এর সত্যতা নিশ্চিত করেন ওসমান হাদি নিজেই। তিনি লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চের যেকোনো প্রয়োজনে আপনারা আব্দুল্লাহ আল জাবেরের সাথে যোগাযোগ করবেন।’

জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন ওসমান হাদি। এ সংগঠনের সদস্য ফাতিমা তাসনীম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। ওসমান হাদিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে অংশ নেবেন বলে জানা গেছে।

Share This Article