ঢাকার আকাশ পরিষ্কার, বাতাসে মৃদু শীতের ইঙ্গিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানী ঢাকায় আকাশ পরিষ্কার থাকায় দিনের শুরুটা কেটেছে শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়ার ধরন প্রায় একই থাকবে। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনেরও ইঙ্গিত নেই।

পূর্বাভাসে জানানো হয়, ভোরের পর ঢাকার আকাশে মেঘের উপস্থিতি খুবই কম ছিল এবং সামনের সময়টাতেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় আগের মতোই থাকবে বলে মনে করছে অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

সূর্যাস্ত আজ বিকেল ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

এর বাইরে শনিবার রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, তবে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Share This Article